কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়

ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী কালীগঞ্জের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে থানা অভ্যন্তরে ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের সময় ওসি বলেন, তিনি শক্ত হাতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও বাল্য বিবাহ দূর করতে চান।
তিনি আরো বলেন, মাদকের সাথে পুলিশ কোনো আপোষ করবেন না। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স দেখাবে। তাই যেখানেই মাদক, সেখানেই অভিযান অব্যাহত থাকবে। তিনি থানায় যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে একাধিক অভিযান চালিয়ে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক ও মাদকদ্রব্য উদ্ধার করেছেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) আতিকুর রহমান, এসআই অমিত রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া মতবিনিময়ের সময় কালীগঞ্জের চারটি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক জামির হোসেন, শাহাজাহান আলী, হাসান জাকির, নয়ন খন্দকার, সাবজাল হোসেন, মোস্তফা আব্দুল জলিল প্রমুখ।
উল্লেখ্য ওসি ইউনুচ আলী গত ১৭ সেপ্টেম্বর দর্শনা তদন্ত কেন্দ্র থেকে কালীগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করেন। এর আগে তিনি চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলার ডিবি পুলিশের ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একেএ