ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে মা সমাবেশ


২৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:৪৩

যশোরের বেনাপোল ডিগ্রি কলেজে শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 
বেনাপোল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান শান্তির সভাপতিত্বে এই মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
 
মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা গুরুত্বপূর্ণ অধ্যায়, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের অধ্যক্ষ আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, নাভারণ কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিলসহ প্রমুখ। 
 
এ মা সমাবেশে কলেজের প্রায় চার শত শিক্ষার্থী ও তাদের মায়েরা উপস্থিত ছিলেন।
 
একেএ