ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


শিবচরে বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।


১ সেপ্টেম্বর ২০১৮ ২১:১৭

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির আহ্বায়ক কামাল জামান নুরুদ্দিন মোল্লার পক্ষে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এ সময় উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক কবির গোমস্থা, যুগ্ম-আহ্বায়ক হেমায়েত হোসেন খান, যুবদলের সভাপতি বাকাউল করিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মৃধা, মোস্তাক মোল্লা, যুবদল নেতা শাহীন গোমস্থা, জিয়া, রিকন মাদবর, কাজী খোকন অনিক শেখ, শ্রমিক দলের সভাপতি আবির গোমস্থা পৌর কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম টিপু, থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিলন প্রমুখ।