করিমগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদে রোডস এন্ড হাইওয়ের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে নিরীহ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে করিমগঞ্জ সড়কের আমলিতলা এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন জাফরাবাদ ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির মিলন, গুজাদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী চাঁন মিয়া জাফরাবাদ আমরিতলাসহ আশপাশের এলাকায় রোডস এন্ড হাইওয়ের জায়গা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ করে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
বক্তারা সরকারি জায়গা থেকে এ সকল অবৈধ স্থাপনা অপসারণসহ জড়িত চাঁন মিয়ার বিচার দাবি করেন।
একেএ