নওগাঁয় বাস শ্রমিকদের কর্ম বিরতি

সম্প্রতি পাশকৃত সড়ক পরিবহন আইনের প্রতিবাদে নওগাঁয় কর্ম বিরতি শুরু করেছে বাস শ্রমিকরা।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ কোনো রুটেই বাস চলাচল করেনি।
বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
শ্রমিকরা জানান, পাশকৃত আইনে হত্যাকাণ্ড প্রমাণ হলে পাঁচ লাখ টাকা জরিমানা ও পাঁচ বছর জেলের যে বিধান রাখা হয়েছে তা মোটেও গ্রহণযোগ্য নয়।
তাদের মতে, সড়ক থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা ও সড়কগুলোর বেহাল দশার কারণে সড়ক দুর্ঘটনা বন্ধ হচ্ছে না। কিন্তু সরকার এসব সুরাহা না করে উল্টো চালকদের বিরুদ্ধে আইন পাস করেছে তা মেনে নেয়ার মত নয়।
প্রশাসন বলছে শ্রমিকদের সাথে বিষয়টি নিয়ে কথা বলবেন তারা।
একেএ