ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


জাতীয় পার্টির নেতা আজম খানের গাড়ি বহরে হামলা


২২ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৩

গাজীপুরের কালিগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এসময় বহরে থাকা একটি মাইক্রোবাসসহ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।

শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে গণসংযোগের উদ্দেশে কালিগঞ্জের বেরুয়া থেকে ঘোড়াশাল যাওয়ার পথে পাচদোনা-টঙ্গী মহাসড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম তীরে এ হামলার ঘটে।

জানা গেছে, আহতদের পলাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার বিষয়ে জানতে চাইলে আজম খান বলেন, আমার গাড়িগুলো সেতুতে ওঠার কয়েকশ গজ আগে ২৫-৩০টি মোটরসাইকেল যোগে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বহরের পিছনে থাকা মাইক্রোবাসসহ মোটরসাইকেল আরোহীদের মারধর ও গাড়ি ভাংচুর করে। এতে আমার কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হয়।

ঘটনার প্রতিবাদে পলাশে ঘোড়াশাল পৌর জাপার উদ্যোগে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়।

এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, জিয়াউর রহমান জয়, পৌর জাপার সভাপতি মো. নিজাম উদ্দিন, সাত্তার খন্দকার, শরাফত আলী, যুবনেতা মঞ্জুর হোসেন খান, হুমায়ন কবির, ছাত্রনেতা আলামিন সরকার প্রমুখ।

আইএমটি