জাতীয় পার্টির নেতা আজম খানের গাড়ি বহরে হামলা

গাজীপুরের কালিগঞ্জে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে। এসময় বহরে থাকা একটি মাইক্রোবাসসহ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হন।
শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে গণসংযোগের উদ্দেশে কালিগঞ্জের বেরুয়া থেকে ঘোড়াশাল যাওয়ার পথে পাচদোনা-টঙ্গী মহাসড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম তীরে এ হামলার ঘটে।
জানা গেছে, আহতদের পলাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার বিষয়ে জানতে চাইলে আজম খান বলেন, আমার গাড়িগুলো সেতুতে ওঠার কয়েকশ গজ আগে ২৫-৩০টি মোটরসাইকেল যোগে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বহরের পিছনে থাকা মাইক্রোবাসসহ মোটরসাইকেল আরোহীদের মারধর ও গাড়ি ভাংচুর করে। এতে আমার কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হয়।
ঘটনার প্রতিবাদে পলাশে ঘোড়াশাল পৌর জাপার উদ্যোগে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হয়।
এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, জিয়াউর রহমান জয়, পৌর জাপার সভাপতি মো. নিজাম উদ্দিন, সাত্তার খন্দকার, শরাফত আলী, যুবনেতা মঞ্জুর হোসেন খান, হুমায়ন কবির, ছাত্রনেতা আলামিন সরকার প্রমুখ।
আইএমটি