ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


গরমে অতিষ্ঠ নেত্রকোনাবাসী


২১ সেপ্টেম্বর ২০১৮ ০১:১১

নেত্রকোনায় টানা কয়েক দিনের ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রোদে পথে বের হওয়া দুরূহ হয়ে পড়েছে। দিনের শুরুতে গরমের তীব্রতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাচ্ছে।
 
দিনে ও রাতে ভ্যাপসা গরম অসহনীয় হয়ে উঠেছে। তাছাড়া বাতাসের আপেক্ষিক জলীয়বাষ্প ও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় মানুষ অতিরিক্ত ঘামাচ্ছে। সেই সঙ্গে শরীর দ্রুত দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ছে। অনেকেই জ্বর, ডায়রিয়া, আমাশয়, পেটের পীড়াসহ বিভিন্ন ধরনের রোগ-ব্যাধিতে অসুস্থ হয়ে পড়ছেন। বয়োবৃদ্ধ ও শিশুদের কষ্ট-দুর্ভোগ বেড়ে গেছে।
 
দিনমজুর চিত্তরঞ্জন তালুকদার জানান, আশ্বিন মাসেও চইতমাসের মত গরম লাগে।
 
নেত্রকোনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রুপন তালুকদার জানান, গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জীবন। শুধু দিনের বেলাতেই নয়, রাতেও গরমে মানুষ ঘুমাতে পারছে না। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু ও বয়স্ক মানুষের। শরতকালে এত গরম আগে কখনও দেখিনি।
 
গরমে অসহনীয় অবস্থা বিরাজ করছে সর্বত্র। গত রাতে টানা আড়াই ঘন্টার বর্ষণে কিছু তাপমাত্রা সকাল নাগাদ কমলেও দিন বাড়ার সাথে সাথেই তাপমাত্রাও বাড়তে থাকে।
 
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, এ বছর বৃষ্টিপাত কম যে কারণে শরৎকালে যেকোন বছরের চেয়ে বেশি গরম পড়েছে। 
 
একেএ