ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নওগাঁয় বাসদের মিছিলে পুলিশের বাধা


২১ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৬

নওগাঁয় বাসদের মিছিলে আজ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ বাধা দেয়।
 
সরকার ও সরকারি দলের অনুগত ভূমিকা পালন রোধ করে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুর্নগঠণ, অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরী করাসহ ৯ দফা দাবিতে নওগাঁ জেলায় বাসদ জোট দল নির্বাচন অফিস ঘেরাও করার লক্ষে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়।
 
পুলিশের বাধার মুখে সেখানে তাৎক্ষনিকভাবে বাসদের নেতাকর্মীরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বক্তব্য রাখেন। 
 
নওগাঁ জেলা সিপিবি সভাপতি মহসীন রেজার সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, নওগাঁ জেলা সিপিবি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কৃষক নেতা আলীমুর রেজা, মুনসুর রহমান ও সেকেন্দার আলী প্রমুখ।
 
একেএ