হরিণাকুণ্ডুতে মাদক বিরোধী আলোচনা সভা

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হরিণাকুণ্ডুর লালন শাহ কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।
কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচাক আজিজুল হক, হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোয়ার্দার, পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, ফলসী ইউনিয়নের চেয়্যারম্যান ফজলুর রহমান।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রাসেল আলী।
এসময় বক্তারা বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজসহ সকলকে রক্ষায় এর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে নিজে সচেতন হতে হবে, অন্যকে সচেতন করতে হবে।
মাদক জীবনকে কেড়ে নেয়, জীবনের স্বাভাবিক গতি ব্যাহত করে, ধীরে ধীরে পঙ্গুত্বের দিকে নিয়ে যায়।
মাদক এমন মরণব্যাধি, আত্মঘাতিমূলক জীবন প্রবাহ, আত্মহননের অসৎ এবং কুৎসিত পথ, যা দুর্বিষহ করে জীবন, অন্ধকার আনে পরিবারে, ধ্বংস করে পারিবারিক সম্প্রীতি। তাই মাদক থেকে নিজে বাচুঁন অন্যকে বাচঁতে উৎসাহী করুন।
একেএ