ঝিনাইদহে নতুন পুলিশ সুপার

ঝিনাইদহে পুলিশ সুপার হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন হাসানুজ্জামান।
সম্প্রতি বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমানের কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর থেকে জেলাব্যাপী আশার আলো সঞ্চার হয়েছে নবাগত পুলিশ সুপারকে নিয়ে।
ইতিমধ্যে তার কর্মতৎপরতা শুরু হয়েছে জেলাব্যাপী। পুলিশ হেডকোয়াটার্সের এআইজি থেকে বদলি হয়ে ঝিনাইদহের পুলিশ সুপার পদে পদায়ন হয়েছে তার।
২২ তম বিসিএস এর মাধ্যমে ২০০৩ সালের ১০ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর ঠাকুরগাঁও র্যাব-৪ সহকারী পুলিশ সুপার, লালমনিরহাট, নোয়াখালীতে সিনিয়র সহকারী পুলিশ সুপার, ঝিনাইদহে ও লক্ষীপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার পদে সুনামের সাথে দ্বায়িত্ব পালন করেছেন।
নড়াইল জেলার বাসিন্দা চৌকস এই কর্মকর্তা ২ বার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন। কর্ম জীবনে সদা প্রাণচঞ্চল এই ব্যক্তিকে পুলিশ সুপার হিসেবে পেয়ে ঝিনাইদহের পুলিশ কর্মকর্তা ও সদস্যদের মাঝে অন্য ধরনের আমেজ ফিরে এসেছে। যোগদানকৃত পুলিশ সুপার জেলা থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস দমন ও মাদক মুক্ত জেলা গঠনে সবার সহায়তা কামনা করেছেন।
একেএ