ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


কালীগঞ্জে নবজাতকের মৃতদেহ উদ্ধার


১ সেপ্টেম্বর ২০১৮ ২০:০০

ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে নবজাতক শিশুর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে শহরের পোষ্ট অফিসের পিছনে ধানের জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থলে ছুটে যান। এসময় সাথে ছিলেন কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ। তাৎক্ষনিকভাবে সাংসদ আনোয়ারুল আজিম আনার পৌরসভার প্যানেল মেয়র আশরাফকে শিশুটি উদ্ধার করে দাফনের ব্যবস্থা করতে নির্দেশ দেন।

প্যানেল মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, পৌরসভার কর্মীদের সহযোগিতায় নবজাতকের দাফনের সুব্যবস্থা করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারো অবৈধ কাজের ফসল ফেলে গেছে।

আইএমটি