ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কৃষকের মরদেহ উদ্ধার


২০ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০২

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা গ্রাম থেকে তনু মিয়া নামে (৪৬) এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
তাড়াইল থানা ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বড় বাড়ির সামনের ফসলি জমিতে বুধবার (১৯ সেপ্টেম্বর) রাতে মৃত আবু সাঈদের ছেলে কৃষক তনু মিয়াকে কে বা কারা হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়।
 
বৃহস্পতিবার সকালে তনু মিয়ার মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী তাড়াইল থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে তাড়াইল থানা পুলিশ বৃহস্পতিবার সকাল ১১টায় কাজলা বড় বাড়ির সামনে ফসলি জমি থেকে তনু মিয়ার মরদেহটি উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
 
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধূরী মিজানুজ্জামান বলেন, নিহত তনু মিয়ার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 
 
তিনি আরো বলেন, এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা
করা হয়েছে।
 
একেএ