ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২


২০ সেপ্টেম্বর ২০১৮ ২১:২৪

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ের কোরপাই ও কালাকচুয়া থেকে পুলিশ দুইজনের লাশ উদ্ধার করে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেলেও অপরজনের পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামগামী মুরগি বহনকারী একটি মিনি কাভার্ডভ্যান কোরপাই এলাকায় অজ্ঞাত একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এঘটনায় কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে চালক আবু সেলিম ঘটনাস্থলেই নিহত হন। নিহত সেলিম শেরপুর জেলার ভারেরা গ্রামের অজিউদ্দিনের ছেলে।

এর আগে সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অপর সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা রাতের কোনো এক সময় গাড়ি থেকে পড়ে নিহত হন তিনি। নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আইএমটি