ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


ভারত হতে আসলো ঘোড়া


২০ সেপ্টেম্বর ২০১৮ ২১:০১

ভারত থেকে আমদানি করা ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত  ঘোড়া

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হলো ২০টি প্রশিক্ষণপ্রাপ্ত রাইডিং ঘোড়া।

বৃহষ্পতিবার (২০ সেপ্টেম্বর) সকালে বেনাপোল বন্দর দিয়ে ঘোড়াগুলো বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ পুলিশ হেড কোয়াটার এই ঘোড়াগুলি আমদানি করেছেন বলে জানা গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম জানান, উন্নত জাতের প্রশিক্ষণপ্রাপ্ত এ রাইডিং ঘোড়াগুলো ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে ব্যবহারের জন্য আমদানি করা হয়েছে।

এ ঘোড়াগুলোর আমদানি মূল্য ১ লাখ ৭৯ হাজার ২শ মার্কিন ডলার। সরকারের রাজস্ব দেওয়া হয়েছে ১৫ লাখ ৪২ হাজার টাকা।

ভারতের ‘প্রিতম সিং ঠান্ডু এন্ড সন্স’নামে এক রপ্তনীকারক প্রতিষ্ঠান ঘোড়াগুলো বাংলাদেশে রপ্তানি করেছেন। বেনাপোল কাষ্টমস হাউসের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের সাভার ডেইরি ফার্মে নিয়ে যাওয়া হবে।

এসএমএন