বিপ্লবকে টাকা নিতে রাবির প্রয়োগ

চাকরিচ্যুত কর্মচারী বিপ্লবের নামে টাকা উঠানোর অভিযোগ ওঠেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে। ঘটনার পর-পরই প্রো-ভিসি আনন্দ কুমার সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
এমন অবস্থায় চাকরিচ্যুত বিপ্লবকে টাকা নেওয়ার জন্য চাপ দিচ্ছে হল প্রশাসন এমন অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সে কর্মচারী বিপ্লব নতুন সময়কে জানান, ঘটনা জানা জানির পর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে প্রায় হল থেকে বাড়িতে লোক পাঠানো হচ্ছে । প্রতিদিনই ৪০ হাজার টাকা দেওয়া হবে । বলা হচ্ছে, প্রাধ্যক্ষ স্যার বা হিসাবরক্ষক জাকিরের সাথে দেখা করে ওই টাকা নিতে। হলে গিয়ে টাকা নিতে চাপ দিচ্ছেন তারা।
তিনি আরো জানান, গত রবিবার ও সোমবার পরপর ২দিন লোক পাঠিয়েছে হল প্রশাসন। এর আগেও টাকা দেওয়ার কথা বলে হলে ডেকে প্রাধ্যক্ষ আমার গায়ে হাত তুলেন।
এদিকে বিশ্ববিদ্যালয়ের ৪৮০ তম সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহাকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে নেশা করার অভিযোগে হলের ডাইনিং বয় বিপ্লব দে কে চাকরি থেকে অব্যাহতি দেন প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম।
এসএমএন