ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


গাজীপুরে ভারতে পাচার চক্রের এক সদস্য আটক


১৬ নভেম্বর ২০১৯ ০৬:১৪

ছবি সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকা থেকে পাচারকারী চক্রের সদস্য শওকত হোসেন রনি(২৭)কে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ সময় পাচার হতে যাওয়া ৩ ব্যাক্তিকে উদ্ধার করা হয়।
এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে আটক শওকত হোসেন রনি’র ছবি তোলতে দেয়ার আহ্বান জানালে পূর্বপশ্চিমবিডি নিউজের জেলা প্রতিনিধি ও গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল ইসলামের সাথে অশোভন আচরন করেন এস আই বাসেদ মিয়া। এ সময় এস.আই বাসেদ মিয়া সংবাদকর্মীকে উদেশ্য করে বলেন,“ আপনি কি নিউজ করবেন, আপনি ছবি তোলার জন্য পাগল হয়ে গেছেন। ” জয়দেবপুর থানায় এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত অন্যান্য গনমাধ্যমের সংবাদকর্মীরা তার এ আচরনের প্রতিবাদ জানান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) বিকাল তিনটায় শিরিরচালা এলাকার সালাম মার্কেটের বাবুলের চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

সে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কাঠালবাড়ী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
জানা যায়, পাচার হতে যাওয়া এক সদস্যের পরিবারের অভিযোগে জয়দেবপুর থানার টহলের দায়িত্বে থাকা এস আই বাসেদ মিয়া তাকে আটক করেন।
উদ্ধার হওয়া ব্যাক্তিরা হচ্ছে- ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার চর ইশ্বরর্দী গ্রামের মৃত দেলায়ার হোসেনের ছেলে ফয়জুল হক(২৩), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার চক যোগানীয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে রানা মিয়া (২৫)। দিনাজপুরের ঘোড়াঘাট থানার চক কাঠাল গ্রামের হাযদার আলীর ছেলে রহিম (২৩)।
উদ্ধার হওয়া ব্যাক্তিরা জানান, পঁচিশ হাজার টাকার বিনিময়ে বিনা পাসপোট ও ভিসা ছাড়া তাদেরকে উচ্চ বেতনে গার্মেন্টসে চাকরী দেয়ার কথা বলে ভারতে পাঠানো কথা ছিল।
আটক শওকত হোসেন রনি জানান, সে আগে দুইবারে দেড় বছর ভারতে কাজ করে এসেছে।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, আটক পাচার চেষ্টার এ ঘটনায় মামলা গ্রহনের প্রক্রিয়া চলছে।
###