অস্ত্রসহ জলদস্যু গ্রেপ্তার

র্যাব সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু ছাত্তার বাহিনীর এক সদস্যকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) ভোরে বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদী থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার জলদস্যু তায়েব আলী শেখ বাগেরহাটের উত্তর খানপুর এলাকার মৃত শেখ সাঈদ আলীর ছেলে। গ্রেপ্তারের কাছ থেকে একটি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নিয়মিত টহলের সময় র্যাব-৮ এর সদস্যরা বলেশ্বর নদীতে একটি ট্রলার থেকে অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে বলে জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর।
ওসি বলেন, এ ঘটনায় তায়েব আলী শেখের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করেছে র্যাব। তায়েব আলীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
আইএমটি