বঙ্গবন্ধু টুর্নামেন্টে ফাইনালে ঝিনাইদহ পৌরসভা ও শৈলকুপা

ঝিনাইদহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত জেলা পর্যায়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-১৭ টুনামেন্টের ফাইনালে উঠেছে ঝিনাইদহ পৌরসভা ও শৈলকুপা উপজেলা দল।
বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল খেলায় ঝিনাইদহ পৌরসভা ফুটবল একাদশ ৪-১ গোলে ঝিনাইদহ সদর উপজেলা ফুটবল একাদশ দলকে হারিয়েছে।
বিজয়ী দলের পক্ষ শাকিল টুর্নামেন্টের প্রথম হ্যাটট্রিক করেন। তিনি ৩টি গোল দেন। অপরটি গোল করেন সাইফুল এবং বিজিত দলের পক্ষ সুমন রহমান সান্তনাসূচক গোলটি করেন। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ঝিনাইদহ পৌরসভা ২-০ গোলে এগিয়েছিল।
বিকাল ৪টায় দিনের অপর খেলায় দ্বিতীয় সেমিফাইনালে শৈলকুপা উপজেলা ২-১ গোলে কালীগঞ্জ উপজেলা দলকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফাইনালে উঠেছে।
আগামী শুক্রবার ফাইনালে ঝিনাইদহ পৌরসভা শৈলকুপা উপজেলা দলের সাথে মোকাবেলা করবে।
একেএ