ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বারহাট্টায় অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু


২০ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৬

নেত্রকোনা
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরামে অগ্নিদগ্ধ হয়ে পনের মাসের শিশু সাবিত্রী রানী দাস মারা গেছে এবং তার মা অস্টমী রানী দাস (২৭) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। 
 
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঘুমন্ত অবস্থায় শোবার ঘরের মশারীতে আগুন লাগে। পরে অস্টমী রানীর ডাকচিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে। শিশু সাবিত্রীর ঘটনাস্থলেই মৃত্যু ঘটে। প্রতিবেশীরা শিশুটির মাকে চিকিৎসার জন্য বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 
 
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কয়েল থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন জানান, ঘরে কোনো বিদ্যুত সংযোগ না থাকায় আগুনের সুত্রপাত কয়েল থেকে হয়েছে বলে ধারণা করছি। 
 
একেএ