ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


করিমগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা


২০ সেপ্টেম্বর ২০১৮ ০০:৫০

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পরিত্যক্ত গুড়ো দুধ ও অনুমোদনহীন রং ব্যবহার করে বেকারী পণ্য প্রস্তুত, নকল স্যালাইন এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রয় করার অপরাধে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 
বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর বাজার ও চামড়াবন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এই জরিমানা করা হয়।
 
পরিত্যক্ত গুড়ো দুধ ও অনুমোদনহীন রং ব্যবহার করে বেকারী পণ্য প্রস্তুত করার অপরাধে নিয়ামতপুর বাজারের বন্ধু বেকারীকে ৫ হাজার টাকা, নকল স্যালাইন বিক্রির অপরাধে তাহের ষ্টোরকে ৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রয় করার অপরাধে চামড়া বন্দরের ফারজানা ষ্টোরকে ৫ হাজার টাকা
জরিমানা করা হয়।
 
কিশোরগঞ্জের জেলা পুলিশের সহযোগিতায় এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ সংস্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 
একেএ