ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


মাদকবিরোধী শপথ নিল ২ হাজার শিক্ষার্থী


১৯ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪৮

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ধূমপান, মাদক বিরোধী ও ট্রাফিক আইন মেনে চলার লক্ষ্যে শিক্ষার্থীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 
 
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২ হাজার শিক্ষার্থী এ শপথ গ্রহণে অংশ নেয়। 
 
এ সময় শিক্ষার্থীদের শথপ বাক্য পাঠ করান কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম। 
 
জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস (পিডিপি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
এ উপলক্ষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ শেষে বিদ্যালয় হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকার সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে। যদি কোনো স্থানে মাদক ক্রয়-বিক্রয় হয় তা স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করার জন্য শিক্ষার্থীদেরকে আহবান করেন। সে ক্ষেত্রে সন্ধানদাতার বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হবে বলে আশ্বাস দেন। 
 
এছাড়াও নিরাপদ সড়কের জন্য তিনি ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন এবং নিজ নিজ জায়গা থেকে তা মেনে চলার জন্য বলেন। 
 
এ সময় শিক্ষার্থীরা পাকুন্দিয়া-কিশোরগঞ্জ রাস্তায় বিদ্যালয় ও কলেজের সামনে ৫টি স্পিডব্রেকার স্থাপনের জন্য প্রধান অতিথিকে অনুরোধ করেন। 
 
পরে প্রধান অতিথি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবহিত করে দ্রুত তা বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
 
পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফছর উদ্দিন আহম্মদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম। 
 
হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পিপুল ডেভেলাপমেন্ট প্রসেস (পিডিপি) চেয়ারম্যান ও আরটিভির জেলা প্রতিনিধি আ.ন.ম তানভীর হায়দার ভূঁইয়া।
 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কিশোরগঞ্জ বিআরটিএ সহকারী পরিচালক মো. শফিকুল আলম সরকার, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ মো. আজহারুল ইসলাম সরকার পিপিএম, ওসি (তদন্ত) মো. মালেক খসরু খান। 
 
অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকুন্দিয়া প্রেসক্লাব সভাপতি এমএ রশীদ ভূঁইয়া, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ: হান্নান, জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি মো. তৌফিকুজ্জামান, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. আমিনুল হক, সহকারি শিক্ষক আল আমিন প্রমুখ।
 
একেএ