ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


গফরগাঁওয়ে সরকারের উন্নয়নে পথ সভা


১৯ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৭

ময়মনসিংহের গফরগাঁওয়ের বিভিন্ন ইউনিয়নে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মেজর (অব.) রেজাউল করিম, বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরআলগী মুক্তিযোদ্ধা মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে উপজেলার গফরগাঁও, যশরা, রাওনা, মশাখালী, লংগাইর, উস্থি, পাগলা, নিগুয়ারী, টাংগাবর এবং দত্তের বাজার ইউনিয়নে পথ সভা হয়।

পথ সভায় অংশ নেন মেজর রেজার ছেলে প্রফেসর নাহিয়ান মাশরুর রেজা, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, প্রাক্তন সৈনিক সংস্থার গফরগাঁও উপজেলার সভাপতি সোহেলুর রহমান রিপনসহ বিভিন্ন সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী।

পথ সভায় মেজর রেজা সরকারের বহুমুখী উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

এসএমএন