নারায়ণগঞ্জে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নয়াআটি এলাকার ডিএনডির খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ জানান, সকালে নয়াআটি মুক্তিনগর এলাকার কিসমত মার্কেটের সম্মুখে ডিএনডি ক্যানেলে এলাকাবাসী লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য মর্গে পাঠায়। লাশটি অর্ধ গলিত ও অর্ধ নগ্ন ছিলো।
এছাড়া লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে কয়েকদিন আগে লাশটি ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
আইএমটি