ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


দুবৃর্ত্তের আগুনে পুড়লো কৃষকের ঘর


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৫২

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের হাসান মোল্যার বাড়ি পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) আগুনে পোড়ার বিষয়ে জানতে হাসানের বাড়িতে গেলে তাদের ছোট ২ মেয়ে ছাড়া কাউকে পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে প্রতিবেশীরা জানান, রাত ১১ টার দিকে আগুন দেখে নিভাতে আসেন তারা। তবে আগুন নিভানোর আগেই ঘরটি পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

প্রতিবেশীরা আরো বলেন, হাসান একজন সাধারণ গরিব কৃষক। তার ঘরে ৪টা ছোট মেয়ে রয়েছে। এই সামান্য ভিটাটুকু আর ছোট এই থাকার ঘর ছাড়া কিছুই নেই। পোড়া এই ছোট থাকার ঘরের টিন পর্যন্ত তাকে ব্র্যাক অফিস থেকে দেওয়া হয়েছিল।

আগুন লাগানোর ঘটনায় হাসানের চাচাতো বোন বেদানা খাতুন অভিযোগ করে বলেন, সম্প্রতি গ্রামে মারামারির ঘটনায় কেউ শত্রুতা করে ঘর পুড়িয়ে দিয়েছে।

এঘটনায় হাসানের পিতা কাওছার মোল্যার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করে অভিযোগ করেন, ঘর পোড়ানোর ওই বাড়ির জায়গা প্রভাবশালীরা নানাভাবে অত্যাচার করে প্রভাব খাটিয়ে দখল নিতে চাই।

এসএমএন