ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


কুমিল্লায় কাউন্সিলরের বাড়িতে ১২ ফুট লম্বা অজগর


১৭ অক্টোবর ২০১৯ ০৬:৩৫

কুমিল্লার হোমনায় ১২ ফুট লম্বা পাহাড়ি অজগর সাপের সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে হোমনা পৌরসভার ২নং ওয়ার্ডের বাগমারা গ্রামের আবুল হোসেন কাউন্সিলরের বাড়ির খড়ের স্তূপের নিচ থেকে এলাকার লোকজন অজগরটি আটক করে।

পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসলে অজগরটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। চিকিৎসা শেষে অজগরটিকে কুমিল্লা চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়েছে।

জানা গেছে, অজগর সাপটিকে আবুল হোসেন কাউন্সিলরের খড়ের আড়ালে দেখতে পায় লোকজন। প্রথমে এটা কি সাপ চিনতে না পেরে টেঁটাবিদ্ধ করে খড়ের নিচ থেকে বের করে দেখা গেল বিশাল আকৃতির অজগর সাপ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাপটি প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম বলেন, গত রাতে পৌরসভার ২নং ওয়ার্ডের বাগমারা গ্রাম থেকে টেঁটাবিদ্ধ অবস্থায় একটি অজগর উদ্ধার করে অফিসে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলায় প্রেরণ করা হয়েছে।

নতুনসময়/আইকে