ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


পাবনা থেকে ঈশ্বরদী হয়ে রাজশাহী চালক ছাড়াই গেল ট্রেন


১৫ অক্টোবর ২০১৯ ০৬:১৪

ফাইল ফটো

পাবনা থেকে ঈশ্বরদী হয়ে রাজশাহী এবার চালক ছাড়াই পাবনা এক্সপ্রেস ট্রেনটি ১০৭ কিলোমিটার পাড়ি দিয়ে স্টেশনে পৌঁছালো। গতকাল রোববার সকালে ট্রেনের চালক আসলাম উদ্দিন তার সহকারী মিলনকে দিয়ে ট্রেনটি চালান।

চাঞ্চল্যকর এ ঘটনায় দায়ী তিনজনকে তাৎক্ষণিক বরখাস্ত করেছেন পশ্চিমাঞ্চলীয় পাকশি বিভাগীয় রেল কর্তৃপক্ষ। চালক ছাড়াই ট্রেন চলছে এ ঘটনা জানার পর ট্রেনের যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বরখাস্তকৃতরা হলেন, পাবনা এক্সপ্রেসে ট্রেনের চালক লোকোমাস্টার (এলএম) ও রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন খান মিলন, ট্রেনের সহকারী লোকোমাস্টার (এএলএম) আহসান উদ্দিন আশা এবং ট্রেনের পরিচালক (গার্ড) আনোয়ার হোসেন।

এ ব্যাপারে পশ্চিমাঞ্চলীয় বিভাগীয় রেল কর্মকর্তা (ডিটিও) আব্দুল্লাহ্ আল-মামুন জানান। বিষয়টি জানার পরপরই দায়িত্বে অবহেলার জন্য ট্রেনের চালক আসলাম উদ্দিন, সহকারী আহসান উদ্দিন আশা ও গার্ড আনোয়ার হোসেনকে বরখাস্ত করেছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নতুনসময়/এসএম