নরসিংদীতে টেঁটাযুদ্ধে আহত ১০

নরসিংদীর সদর উপজেলার বাহেরচর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি দলীয় সমার্থকদের মধ্যে টেঁটাযুদ্ধ সংঘঠিত হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই গ্রামে বিএনপি সমর্থিত বড়বাড়ী ও আওয়ামী লীগ সমর্থিত ভূঁইয়া বাড়ির মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড়বাড়ীর শারফিন ও আজান মিলে ভূঁইয়া বাড়ির হালিমকে মারধর করার ঘটনায় গ্রামের দু’দলের মধ্যে উত্তেজনা চলছিল।
এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষে হালিম বাড়ি ফেরার পথে প্রতিপক্ষেরা ফের মারধর করে।
এ খবর তার বাড়ির লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা টেঁটাসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের জড়িয়ে পড়েন।
এতে উভয়পক্ষের সাতজন টেঁটাবিদ্ধ হয়ে ১০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
শহর ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
এসএমএন