ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মাগুরায় ইয়াবাসহ আটক ৩


১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:০১

মাগুরায় তিন মাদক ব্যাবসায়ীকে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এছাড়া আটকের সময় তাদের কাছে পাওয়া মাদক বিক্রির ১ লক্ষ ২৮ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে। 
 
আটককৃতরা হলো, ওহাব শিকদার (৪৫), নজরুল ইসলাম লস্কর (৩২) ও ঠাকুর দাস (৩৮)।
 
শালিখা থানা পুলিশের এস আই মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে শালিখা আড়পাড়া-সিংড়া সড়কে গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় মোটর সাইকেল যোগে ওহাব শিকদার (৪৫) সড়কে চলাচল করার সময় তার গতিরোধ করে ব্যাগে রাখা ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। ওহাব শিকদার শালিখার সান্তাথুরিয়ার মৃত শাহাদাৎ শিকদারের ছেলে।
 
শালিখা থানা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ পরবর্তী অভিযানে মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম লস্করকে (৩২) মাগুরা সদরের লক্ষীপুর এলাকা থেকে আরও ১৬০ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
 
এছাড়াও ঘটনাস্থল থেকে তার কাছে মাদক বিক্রির এক লক্ষ ২৮ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়। সেই সঙ্গে মাদক ব্যবসায়ী নজরুলের সহকারী ঠাকুর দাসকে (৩৮) আটক করেছে পুলিশ।
 
এ ঘটনায় শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন বলেন, গ্রেফতারকৃত নজরুল ইসলাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আটক তিন ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে।
 
একেএ