ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বাজিতপুরে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা


১৯ সেপ্টেম্বর ২০১৮ ০২:১৩

কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের বাজিতপুরে মিষ্টিতে ক্ষতিকর রং ব্যবহার ও মেয়াদোর্ত্তীণ পণ্য বিক্রির অপরাধে দুইটি মিষ্টির দোকানসহ মোট ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় ছয়টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
 
জানা যায়, বাজিতপুরের বাশমহালের মারু ষ্টোরকে ২০ হাজার টাকা, হাবিব ব্রেড এন্ড বিস্কুট ফ্যক্টরীকে ৫ হাজার টাকা, দিলালপুর বাজারের কেমি ষ্টোর ও ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা করে, বলিয়াদী বাজারের মা মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা ও এ মেসার্স হিরা ষ্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
 
এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল ও বাজিতপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আমির খসরুসহ সংস্লিষ্টরা উপস্থিত ছিলেন।