শার্শায় শুটার গানসহ আটক ১

যশোরের শার্শায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ কামাল হোসেন (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার রামপুর বাজার থেকে তাকে আটক করা হয়। কামাল বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।
পুলিশ জানায়, আমরা গোপন খবর পাই, রামপুর বাজারে এক অস্ত্র ব্যবসায়ী অস্ত্রের বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে কামালকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়।
আটক কামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানা হয়েছে।
একেএ