ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


ঝিনাইদহে জামায়াতের নেতা আটক


১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:০৯

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করার অভিযোগ রয়েছে।

শুক্রবার (৩১ আগস্ট) দিনগত গভীর রাতে নিজ বাড়ির সামনে তাকে আটক করা হয়। এ সময় ৭টি বোমা, হকিস্টিক, বাঁশের লাঠি ও দা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ জানানো হয়েছে

কোটচাঁদপুর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, তাজুল ইসলামসহ বেশ কয়েকজন জামায়াত নেতাকর্মীরা কোটচাঁদপুর-চুয়াডাঙ্গা সড়কের পাশে বেনেপাড়ায় বসে নাশকতা সৃষ্টির গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়।

অভিযানকালে অন্যান্য জামায়াত নেতাকর্মীরা পালিয়ে গেলেও মাওলানা তাজুল ইসলাম পুলিশের হাতে আটক হয়। তিনি আরো জানান, মাওলানা তাজুল ইসলাম কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান।

তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হবে।