ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে ৫ স্বর্ণের বারসহ আটক ১ (ভিডিও)


১৯ সেপ্টেম্বর ২০১৮ ০১:৫১

স্বর্ণের বারসহ আটক ১
যশোরের বেনাপোলে পাঁচটি স্বর্ণের বারসহ মাসুদুর রহমান পবন (৫২) নামে এক জনকে আটক করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দারা। 
 
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯ টায় তাকে আটক করা হয়। পবন কুমিল্লার দাউদকান্দি উপজেলার চান্দেরচর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
 
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান নিয়ে একজন স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট কাস্টমস ইমিগ্রেশন দিয়ে ভারতে যাবে। এ সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার সদস্যরা আগে থেকে গোপন অবস্থানে থাকে। ওই যাত্রী ইমিগ্রেশন কাষ্টমসের কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের সময় তাকে আটক করা হয়।
 
পরে তার শরীর তল্লাশি করে পায়ূপথে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত সোনাসহ আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
 
 
একেএ