ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বারহাট্টায় মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শো-ডাউন


১৯ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৪

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্ট) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জেলার বারহাট্টায় মোটরসাইকেল শো ডাউন করেন। 
 
এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে ছিলেন। মুক্তিযোদ্ধা আবু আক্কাস আহমেদ মোটরসাইকেল নিয়ে জেলার বারহাট্টার আলোকদিয়া, সিংধাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 
 
এ সময় মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওয়াসিউল্লাহ রাসেলসহ কর্মী সমর্থকরা তার সাথে ছিলেন। 
 
এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
 
একেএ