ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


নওগাঁয় ট্রাফিক সচেতনতায় পুলিশ ক্যাম্পেইন


১৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:৪৪

ট্রাফিক আইন মেনে চলতে ও মোটরযান চলকদের মাঝে সচেতনা গড়ে তোলার লক্ষ্যে নওগাঁয় ক্যাম্পেইনসহ বিভিন্ন কর্মসূচী শুরু হয়েছে। 
 
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁ সদর মডেল থানার সামনের প্রধান সড়কে কর্মসূচীর উদ্বোধন করা হয়। 
 
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মো: ইকবাল হোসেন। একই সাথে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় বাস টার্মিনাল, বাইপাস মোড়, তাজের মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন স্থানে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
 
জেলা ট্রাফিক বিভাগ আয়োজিত অনুষ্ঠিত ক্যাম্পেইনে মোটরযান চালকদের নিয়ম শৃঙ্খলা মেনে স্বাভাবিক গতিতে গাড়ি চালানো, ফিটনেস ও বৈধ কাগজ পত্র, হেলমেট ব্যবহারসহ ট্রাফিক আইনের অন্যান্য বিষয় অবগত করা হয়।
 
কর্মসূচীতে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, নওগাঁ সদর থানার ওসি আব্দুল হাই, জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি কেএম সামসুদ্দিন, জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম সরওয়ারসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন। 
 
এছাড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছায় কর্মসূচীতে অংশ নিয়ে সহযোগিতা করে।
 
ট্রাফিক পুলিশের পরিদর্শক গোলাম সরওয়ার জানান, ক্যাম্পেইন ছাড়াও জেলাজুড়ে মাইকিং, লিফলেট বিতরণ ও সড়কে অভিযান পরিচালনার মাধ্যমে মোটরযান চালকদের মাঝে সচেতনতা গড়ে তোলা হচ্ছে। 
 
এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
একেএ