পুকুরে ডুবে দাদি-নাতি নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি গ্রামে পুকুরের পানিতে ডুবে সুভাষীনি বৈদ্য (৫০) ও চমক বৈদ্য (৪) নামে দাদি-নাতি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুভাষীনি বৈদ্য একই গ্রামের গোপাল বৈদ্যের স্ত্রী এবং চমক বৈদ্য (৪) আনন্দ বৈদের ছেলে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে সুভাষীনি বৈদ্য তার নাতি চমক বৈদ্যকে সঙ্গে নিয়ে পুকুরে গোসল করতে গেলে চমক পুকুরে ডুবে যায়। চমককে উদ্ধার করতে সুভাষীনি বৈদ্যও পুকুরের পানিতে ঝাঁপ দেন। পরে দাদি-নাতিকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাজমুল ইসলাম লস্কার বলেন, সুভাষীনি বৈদ্য ও চমক বৈদ্যকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
একেএ