ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


দোকানের সামনে গাড়ি রাখায় ড্রাইভারকে পিটিয়ে হত্যা


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১০

সাভারে আসলাম পাঠান (৪৫) নামের এক ড্রাইভারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জানা যায়, দোকানের সামনে গাড়ি রাখায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।

ঢাকা-আরিচা মহাসড়কের নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকার মেসার্স জুয়েল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ড্রাইভার মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার বাড়ইখালী খোরা কলেজ এলাকার মো. রশিদ পাঠানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে মেসার্স জুয়েল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক জাকির হোসেন জুয়েল ও হিউম্যান হলারের মালিক আসলামের মধ্যে দোকানের সামনে গাড়ি রাখার তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় দোকান মালিক জাকির ও তার ভাই রুবেল চালক আসলামকে দোকানের ভেতর ঢুকিয়ে লোহার রড ও অ্যাঙ্গেল দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে থাকে। এক পর্যায়ে আসলাম মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহত আসলামকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সোহেল পাঠান জানান, ‘‘আমার ভাই চার-পাঁচদিন আগে নিরিবিলি বাসস্ট্যান্ডের মেসার্স জুয়েল স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে গাড়ি রেখেছিল। এ ঘটনায় দোকান মালিক গাড়ি সরাতে বললে আমার ভাই গাড়িটি সরিয়ে নেয়। কিন্তু হঠাৎ আজ সকালে আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে লোহার রড এবং অ্যাঙ্গেল দিয়ে এলোপাতাড়ি মেরে হত্যা করে।

এ খবর শুনে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়ছে বলে জানান, আশুলিয়া থানার উপ-পরর্দিশক (এসআই) বিজন কুমার দাস। দোকান মালিক পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আইএমটি