ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


মাসুদের মলদ্বারে সোনা!


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৩

যশোর জেলা ম্যাপ

যশোরের বেনাপোলে পায়ুপথে সোনা পাচারের সময় চেকপোস্ট থেকে মাসুদুর রহমান মাসুদ নামে এক পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা। তার কাছে ৫টি সোনার বার পাওয়া গেছে।

মঙ্গলবার ( ১৮ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কাস্টমস ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে ভারত যাওয়ার সময় মাসুদ আটক হন। সে কুমিল্লার দাউদকান্দি উপজেলার চাদের হাট গ্রামের আদুল খালেকের ছেলে। তার পাসপোর্ট নং-বিএইচ-০৮৭১৩৭০।

কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক নিপুন চাকমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারতে পাচারকারী পাসেপোর্ট যাত্রী মাসুদকে বেনাপোল চেকপোস্ট কাস্টমস গেটে তাকে আটক করা হয়।

পরে তাকে জুস ও পানি পান করানোর মাধ্যমে পায়ুপথ থেকে ৫ পিছ সোনার বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার দর ২৫ লাখ টাকা।
আটকৃত আসামীকে স্বর্ন চোরাচালান মামলায়বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসএমএন