ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


৮৭টি ছিটমহলে বিনামূল্যে ভেড়া বিতরণ হবে


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫২

চলতি বছরে দেশের উত্তরাঞ্চলের ছিটমহলগুলোতে বিনামূল্যে ৬০০ ভেড়া বিতরণ করা হবে। বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশী ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ (কম্পোনেন্ট-বি) ২য় পর্যায় (২য় সংশোধনী) প্রকল্পের আওতায় এ ভেড়া বিতরণ করা হবে।

প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান জানান, ভেড়াগুলো বিতরণ করা হবে রংপুর বিভাগের ৪ জেলার ৮৭টি ছিটমহলের ২০০ পরিবারের মধ্যে। পরিবার প্রতি পাবে ৩টি করে ভেড়া।

তিনি বলেছেন, রংপুর বিভাগের ৪টি জেলার ১০টি উপজেলায় মোট ৮৭টি ছিটমহলের অবস্থান। বিলুপ্ত ৮৭টি ছিটমহলে ৫৫টি গ্রামের ৮৩৭৯টি পরিবারে ৩৯৮১৮ জন নাগরিক বসবাস করেন। ওই এলাকায় বসবাসরত দরিদ্র, ভূমিহীন ও প্রান্তিক আগ্রহী কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষে বর্তমান সরকার আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে।

তিনি আরো বলেন, ছিটমহলগুলোতে ভেড়া পালনের ব্যাপক সুযোগ ও সুবিধা রয়েছে। ছিটমহলবাসীরা এই ভেড়া পালনের মাধ্যমে জীবনমান উন্নয়নের পাশপাশি দেশের প্রাণিজ আমিষের ভান্ডারকে সমৃদ্ধ করবে বলে আশা করা যায়।

এসএমএন