সিলেটে আ.লীগ নেতা খুন

সিলেটের জিন্দাবাজার এলাকায় এক প্রবাসী আওয়ামী লীগ নেতাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। শুক্রবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে সিলেট সিটি সেন্টারের সামনে একদল দুর্বিত্ত তাকে ছুরি মারে।
নিহত এস এম আব্দুল আহাদ কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি মৌলভীবাজার রাজনগরের করিমপুর মেদিনী মহল এলাকার নূর মিয়ার ছেলে।
নিহতের পরিবার জানান, আওয়ামী লীগের এক শোকসভায় অংশ নিতে বৃহস্পতিবার সিলেটে আসেন আহাদ। শুক্রবার (৩১ আগস্ট) রাতে তার মৌলভীবাজারের বাড়িতে ফেরার কথা ছিল।
পুলিশ জানায়, দুর্বিত্তরা আহাদের পেট ও শরীরের বিভিন্ন স্থান আঘাত করে। পরে আহত আহাদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে হামলাকারীদের এখনো সনাক্ত করতে পারেনি পুলিশ।
আইএমটি