ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


বরগুনায় ইয়াবাসহ আটক ২


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৭

বরগুনার বামনা উপজেলায় ২৭৫ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লক্ষীপুরা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার লক্ষীপুরা বাজারের জয়নালের ছেলে লালন (৩২) ও বাবুল হাওলাদারের ছেলে বেল্লাল (১৫)।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নেওয়াজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বামনা থেকে আমতলী ইয়াবার চালান পাঠানো হবে।

এমন সংবাদের ভিত্তিতে বামনা থানার এস আই ফয়সালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবার চালান পাঠানোর বিষয়টি তারা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করবে বলে জানান তিনি।

এসএমএন