দক্ষিণখানে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে কিশোর খুন

রাজধানীর দক্ষিণখানে সিনিয়র জুনিয়র দ্বন্দে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে মেহেদী হাসান (১৭) নামের এক কিশোর খুন হন। এ ঘটনায় দুই যুবকে আটক করেছে পুলিশ।
দক্ষিণখান চেয়ারম্যান বাড়ী সংলগ্ন কেসি হাসপাতালের সামনে শুক্রবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এ মারামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় একজন মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক।
দক্ষিণখান থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত মেহেদী হাসানের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলায়। কিন্তু বছর খানেক আগেও দক্ষিণখানে পড়ালেখা করত। এরই সুবাধে দক্ষিণখানের আনারবাগের নাজমুলের সাথে মেহেদীর বন্ধুত্ব। বন্ধুত্বের টানে বেড়াতে আসে নাজমুল। অপরদিকে নাজমুলের সাথে অপর একটি গ্রুপের ছেলের সিনিয়র জুনিয়র নিয়ে দ্বন্দ্ব চলছিল।
থানা পুলিশ আরো জানায়, সিনিয়র জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে কেসি হাসপাতালের সামনে নাজমুলের সাথে অন্য গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় নাজমুলের সাথে ছিল মেহেদী। প্রতিপক্ষের গ্রুপের করা হামলায় মেহেদী গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হত্যাকান্ডের বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, 'মেহেদী হাসানকে হত্যার ঘটনায় দুই জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, 'নিহত মেহেদীর লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আইএমটি