ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২২

রাজধানী ঢাকার রায়েরবাজার, কক্সবাজার ও পাবনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন ডাকাত ও ২ জন মাদকব্যবসায়ী এবং একজন চরমপন্থি দলের নেতা বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি।

সোমবার দিবাগত রাতে রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে ও মঙ্গলবার ভোরে কক্সবাজারের উখিয়ায় মরিচ্যাবাজার চেকপোস্ট এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দুপক্ষের গুলিবিনিময়ে ডাকাতদলের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবেরও দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, বর্তমানে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মঙ্গলবার ভোরে কক্সবাজারের উখিয়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবদুস সামাদ (২৭) ও মোহাম্মদ আবু হানিফ (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন।
উপজেলার মরিচ্যাবাজার চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও দেশি-বিদেশি কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি ট্রাকও। ওই ট্রাক থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটার গান, আট রাউন্ড গুলি ও আট রাউন্ড খালি খোসাও জব্দ করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, মালবাহী ট্রাকে করে ইয়াবার বিশাল চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে ভোরে মরিচ্যা চেকপোস্ট এলাকায় তল্লাশি চালায় র‌্যাব। র‌্যাবের তল্লাশি চৌকির কাছাকাছি আসামাত্র কক্সবাজারমুখী একটি মালবাহী ট্রাক থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়। ট্রাক থেকে গুলি করা বন্ধ হলে সেখানে গিয়ে গুলিবিদ্ধ দুজনের মরদেহ পাওয়া যায়। মরদেহ দুটি উদ্ধার করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাবনার আটঘরিয়া উপজেলার আতাইকুলা থানার কৈজুরী গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুরবান আলী (৩০) নামে এক চরমপন্থি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সদস্যও আহত হয়েছেন । সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কুরবান আলী ওই উপজেলার যাত্রাপুর গ্রামের কিয়াম উদ্দিন ওরফে আদুর ছেলে। তিনি চরমপন্থি সংগঠন নকশাল গ্রুপের নেতা বলে দাবি করেছে পুলিশ।

এসএমএন