ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


শীতলক্ষ্যা নদীতে অর্ধশত ছাত্রী নিয়ে নৌকা ডুবি


১২ সেপ্টেম্বর ২০১৯ ০৭:৩৪

ফাইল ফটো

নারায়নগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অর্ধশত ছাত্রী নিয়ে নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে বন্দরের লক্ষ্মীনারায়ণ খেয়াঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্ধিরগঞ্জের লক্ষ্মীনারায়ণ উচ্চ বিদ্যালয়ের মর্নিং শিফটের ছুটি হয় দুপুর ১২টায়। বুধবার বেলা ১২টায় স্কুল ছুটির পর নদীর পূর্ব পাড় বন্দরের দাসেরগাঁও, চৌরাপাড়া, আমিরাবাদ ও বক্তারকান্দি এলাকার ছাত্রীরা নদী পার হয়ে বাড়িতে যেতে খেয়াঘাটে আসে।

নৌকাটির ধারণ ক্ষমতা ১০ থেকে ১২ জনের মত ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এলাকাবাসী জানান, সপ্তাহখানেক আগে এখানে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে। মাঝি আনোয়ার মিয়া জানান, নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল না। ১৫ থেকে ১৬ জন যাত্রী নিয়ে তিনি নদী পাড়ি দিচ্ছিলেন। এ সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়।

ঘাটে ট্রলার না থাকায় অন্তত ৪০ থেকে ৫০ জন ছাত্রী আনোয়ার মিয়ার ইঞ্জিন চালিত ছোট নৌকায় ওঠে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি নদীর মাঝখানে গিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ছাত্রীরা সাঁতরে কোন রকমে তীরে পৌঁছতে সক্ষম হয়। এ ঘটনায় কোনো নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।