ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


প্রতিপক্ষের হামলায় নারী নিহত


১৮ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৫

বরগুনা
বরগুনার বামনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আসমা আক্তার ডলি নামের তিন মাসের অন্তসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। 
 
সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বামনা উপজেলার জয়দেপুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
এলাকাবাসী জানায়, জাদবপুর গ্রামের মাওলা মোল্লা ও নিজাম আকনের মধ্যে প্রায় ৩/৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক হামলা-মামলার ঘটনা ঘটেছে অতীতে। এ জের ধরে সোমবার সকালে মাওলা মোল্লার ভাই মতি মোল্লাকে একা পেয়ে পিটাতে শুরু করে নিজাম আকন দল। মতিকে বাচাতে তার স্ত্রী সালমা ও মাওলা মোল্লার স্ত্রী নিহত আসমা আক্তার ডলি ছুটে আসেন। এসময় নিজাম আকন বাহীনি তাদেরকেও পিটাতে শুরু করে। পরে সংঘর্ষে জড়িয়ে পরে উভয় পক্ষে। 
 
এতে ঘটনা স্থলেই আসমার মৃত্যু হয়। আহত হন মাওলা মোল্লা তার ভাই মতি মোল্লা, ভাইয়ের বউ মাহমুদা ও সালমা, ছেলে হাসান। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বামনা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
 
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে ঘটনাস্থল পরিদর্শন করেছে বামনা থানা ও বরগুনা জেলা পুলিশের কর্মকর্তারা। 
 
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আসমা নামের এক জনের লাশ উদ্ধার করা হয়েছে, তদন্ত চলছে। মামলা হলে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
একেএ