ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ


১৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪৫

বেনাপোল স্থলবন্দর
ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ট্রাক চালকরা আমদানি পণ্য পরিবহন না করায় বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। 
 
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে এ পথে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল-পেট্রাপোল বন্দরের ভেতরে যাতায়াত করেনি।
 
তবে বাংলাদেশে কোনো ছুটি না থাকায় বেনাপোল বন্দর অভ্যন্তরে আমদানি পণ্য খালাস ও পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
 
বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, পূজার কারণে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে। 
 
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ভারতীয় ব্যবসায়ীরা তাদের জানিয়েছেন, ভারতীয় ট্রাক চালকরা পূজা উৎসব উপলক্ষে পণ্য পরিবহন না করায় এ পথে বাণিজ্য বন্ধ রয়েছে।
 
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে বলেও জানান তিনি। 
 
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ পথে সকাল থেকে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।
 
একেএ