নারী নির্যাতনরোধে আস্থা’র কার্যক্রম শুরু
-2018-09-17-16-43-26.jpg)
জামালপুরের ইসলামপুর পৌর এলাকাসহ ১২টি ইউনিয়নের নারী নির্যাতনরোধ ও অসহায় নারীদের সহায়তার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে স্বাবলম্বী উন্নয়ন সমিতি (আস্থা)।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ইসলামপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী সেমিনারের মাধ্যমে এ কর্মসূচী শুরু হয়।
নেদারল্যান্ডস সরকারের আর্থিক সহায়তায় ‘ইউএনএফপিএ’, ‘আসক’ নারীদের আইনি সহায়তায় এ কর্মসূচী বাস্তবায়ন করবে।
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান নবীনেওয়াজ খান লোহানী বিপুল। এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, সিনিয়র এএসপি (সার্কেল) আবু সুফিয়ান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, জয়নাল আবেদীন, আমাদের নতুন সময়’র জেলা প্রতিনিধি ও ইসলামপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি খাদেমুল বাবুল, ইউএনএফপিএ’র প্রকল্প সমন্বয়কারী ছানোয়ার হোসেন খান পাঠান, আস্থা’র জেলা প্রতিনিধি ফয়েজুর রহমান প্রমুখ।
একেএ