বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ধোপাভিটা এলাকায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এতে আরও ১০ জন আহত হয়েছেন।
সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াসিন শেখ (২৬)। তিনি উপজেলার নওহাটা গ্রামের ফরিদ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাটিকামারী ধোপাভিটা এলাকায় সকাল সাড়ে ৮টায় একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইয়াসিন শেখ (২৮) মারা যান।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হওয়ার বিষয়টি মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা নিশ্চিত করেছেন।
একেএ