ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


আশুরা উপলক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি


১৭ সেপ্টেম্বর ২০১৮ ২১:০৮

কিশোরগঞ্জের ভৈরবের পাক পাঞ্জাতন পরিষদের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। পবিত্র আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে শোক ও ত্যাগের দিন হিসেবে পরিচিত।

ভৈরবে হোসাইনী সুন্নী সম্প্রদায়ের অনুসারীগণ ১৫০ বছরেরও অধিক সময় ধরে আশুরা পালন করে আসছে।

উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ১০ থেকে ১৫টির অধিক ইমাম বাড়া ও খানকা শরীফে চলছে তাজিয়া বানানোর প্রস্তুতি। এ সকল ইমাম বাড়াগুলোতে ইমাম হোসেনের শাহাদাতের স্মৃতি স্মরণ করে জারি, মরছিয়া, মাতম করছেন হোসাইনী প্রেমিকগণ।
পুলিশ প্রশাসন সুত্র মোতাবেক জানা গেছে, প্রতিবছরের মত তাজিয়া মিছিলে এবারও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এসএমএন