বিদ্যুৎস্পৃষ্ট স্কুল ছাত্রের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট ইব্রাহিম মিয়া (১১) নামে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার সদরের বাসউড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
গত রোববার ( ১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় গ্রামের সামনে একটি অটোরাইচ মিলে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ইব্রাহিম সন্ধ্যায় গ্রামের সামনে বুলবুল অটো রাইচ মিলের পাশে বন্ধুদের সঙ্গে খেলা করছিল। খেলার অংশ হিসাবে পাশের একটি কদমগাছে উঠলে বিদ্যুতের তারে সে জড়িয়ে পড়ে।
স্থানীয় জনতা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বপালনকারী চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএমএন