ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


দুর্বৃত্তের গুলিতে ২ হিজড়াসহ আহত ৩


১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৮

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় ‘তৃতীয় লিঙ্গের’ (হিজড়া) দুজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রাইভেটকারের চালকও। তারা হলেন-রাসেদা (৪৫) ও শিখা (৩৫) এবং গাড়িচালক নুরুন্নবী (২৫)। সোমবার সকালে একটি প্রাইভেটকারে আশুলিয়া থেকে ঢাকায় যাওয়ার পথে আব্দুল্লাপুর-বাইপাল মহাসড়কের মরাগাং এলাকায় তারা এ হামলার শিকার হন। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া জানান, একটি প্রাইভেটকারে করে হিজড়াদের গুরু মা শিখা ও রাশিদা হিজড়া ঢাকায় যাওয়ার পথে মরাগাঙ এলাকায় পৌঁছলে একটি টয়োটা গাড়ি তাদের গাড়িটির গতিরোধ করে। এ সময় ওই টয়োটা থেকে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন দুর্বৃত্ত নেমে এসে প্রাইভেটকারে থাকা হিজড়াসহ চালককে গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা গুলিবিদ্ধ তিনজনকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরার চেষ্টা চালানো হচ্ছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিজড়াদের অভ্যন্তরীণ কোন্দল থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম সাঈদ জানান,ঘটনার খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে তাঁদের গুলি করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এসএমএন